Thakte Chai na Song is sung by Onkar from First Wish bengali album.Thakte Chai na song lyrics in bengali written by Onkar from D.O.T Bengali Metal Band.
Song info-
- Song: Thakte Chai na
- Album - First Wish
- Lyricist & Vox: Onkar
- Band: D.O.T
- Guitar : Poni(Subham)
- Guitar : Arpan
- Bass : Vetul ( Ranadip)
- Drums & Additional Vocal: Pritam
- Recorded, Mix & Mastered at : Rythm Rock Records
- Digital Partner : Fallen Records India Pvt Ltd
Thakte Chai na Lyrics in Bengali:
এ জগতে এত স্তব্ধতা
প্রতিনিয়ত করে খায় আমায়
প্রতিমুহূর্তে পালিয়ে যাবার আশা
বৃথা চেষ্টায় পরিণত হয়
অন্ধকার দিনের আলোতেও
চারিদিক শুধু ধোয়া
কুয়াশায় ঢাকা নিজের মুখ
ঝাপসা প্রতিফলনের আয়না
থাকতে চাই না থাকতে পারিনা
দম বন্ধ পৃথিবী নিঃশ্বাস পায় না
কালো অন্ধকার পৃথিবী দেখতে পাই না
জ্বলে পুড়ে চাই সব স্বপ্ন
জ্বলে পুড়ে চায় নতুন আশা
খুন করে খুনি হতে রাজি
জলজ্যান্ত কুয়াশা
কেড়ে নেয় দৃষ্টি ভীষণ অসুখ
কেড়ে নেয় জীবনের ইচ্ছে
হৃদয়ের অভাব কফিন বন্ধী
মৃত ডানা মেলার আশা
থাকতে চাই না থাকতে পারিনা
দম বন্ধ পৃথিবী নিঃশ্বাস পায় না
কালো অন্ধকার পৃথিবী দেখতে পাই না।
][..সমাপ্ত..][